বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানিয়ে টুইট করেছেন ফরাসি রাজনীতিবিদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ভার্জিনি জোরোন। তার সাথে সম্প্রতি বাংলাদেশে হওয়া ফ্রান্সবিরোধী বিক্ষোভের একটি সংবাদ জুড়ে দেন তিনি এবং শিরোনামে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করতে পশ্চিমা ক্রেতাদের আহ্বান জানান।
জোরোন লিখেছেন, “বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি-পোশাক খাতের ওপর নির্ভরশীল। পশ্চিমা ক্রেতাদের অবশ্যই বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করতে হবে। আসুন যারা আমাদের ঘৃণা করে তাদের কাছ থেকে পণ্য আমদানি বন্ধ করে দেই।”
উল্লেখ্য, ২০১৭ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে ফ্রান্স বছরে আমদানি করে প্রায় ২.৪ বিলিয়ন ইউরোর পণ্য এবং ফ্রান্স থেকে বাংলাদেশ আমদানি করে ১৯৩ মিলিয়ন ইউরোর পণ্য। তাই ভার্জিনি জোরোনের আহ্বানে পশ্চিমা ক্রেতারা সাড়া দিলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তথ্যসূত্র: মানবজমিন