বাংলাদেশের বগুড়া জেলার ধুনট উপজেলায় এক যুবককে ফেনসিডিল ও ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ধুনট উপজেলার সদরপাড়া গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ II আর্লি-স্টার বার্তা কক্ষ:
গ্রেপ্তারকৃত আসামী হলেন স্থানীয় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফোরহাদ হোসেন। আজ সোমবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফোরহাদ হোসেন তাঁর বাড়ির পাশে ফেনসিডিল ও ইয়াবা বড়ি বিক্রি করছিলেন। এমতাবস্থায় খবর পেয়ে সেখানে অভিযান চালায় এবং চার বোতল ফেনসিডিল ও ৩০টি ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর বাদী হয়ে ফোরহাদ হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফোরহাদ হোসেনের দাবি, পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। তিনি মাদক সেবন করেন কিন্তু বিক্রি করেন না।