সংবাদ হয়েছে!
বন্যপ্রাণী বিলুপ্তির মুখে!
বন্য অস্তিত্বও শংকায়
সুন্দর বনে নেই কোন হায়নার দল
কমে গেছে ক্ষ্যাপা শিকারী সিংহের সংখ্যা ও
অথচ,
তারা মুখ ফিরালেই
দেখতে পাবে হায়েনার দল খুবলে খাওয়া আমার বোনের রক্তাক্ত দেহ, রক্ত ভেজা ছেড়া কাপর
এখনো বোনের সমস্ত দেহে লেগে আছে হায়েনাদের লালা
অমানবিক হাতের মাংস তুলে নেওয়া থেঁতলানো চামড়া
তাও তারা বলছে, তারা সংবাদ করছে কমে যাচ্ছে বন্য প্রাণী!
না কমরেড না
আমার দেশ আজ পরিণত হয়েছে বিভৎস বনে
যেখানে একেকটি মানুষ পরিণত হচ্ছে পশু
তাদের আজ বিবেক লালন হয়না
সেখানে লালন করছে এক ক্ষুধার্ত হায়না
সুযোগ পেলেই ঝাপিয়ে পড়ছে আমার ৩ বছরের বোনের উপর
ছাড় দেয়নি আমার শত বর্ষি বৃদ্ধা দাদিকেও
না কমরেড না
এখানে মানুষ থাকতে পারে না
এখানে কেবল রাজত্ব হয় জন্তুজানোয়ারের।
আমার দেশ পরিনত হয়েছে বনে আর মানুষ গুলো হয়ে উঠছে পশু।
রোমান বন্দুকসী