নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে মোট ৫ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস পজিটিভ রোগী সনাক্ত হয়েছেন আরও ১,৩৯৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সর্বমোট শনাক্ত হলেন ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১১,১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্য হতে ১২.৪৯% করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত পরীক্ষা করা সর্বমোট নমুনার মধ্যে ১৮.৬০% করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১,৫৮৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী থেকে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন। সুস্থ্যতার হার ৭৬.০৫% এবং মৃত্যুহার ১.৪৫% বলে জানানো হয়েছে।