মুসা আকন্দ, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ঝাকঝমকভাবে পালিত হয়েছে সিংড়া মডেল প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে সকাল ১১ টায় র্যালি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী দুপুরে অনলাইনে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম শক্তিশালী ও স্বাধীন। গণমাধ্যম যত বেশি শক্তিশালী হবে, ন্যায় শাসন ততো প্রতিষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যম কে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন, যা বিশ্বের অন্যান্য দেশে নেই। তিনি নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং প্রশিক্ষনের উপর গুরুত্ব দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে, কারো বিরুদ্ধে অযৌক্তিক সংবাদ পরিবেশনে দায়িত্বশীল হতে হবে। কারন সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। কোন সংবাদ পরিবেশন হলে তা জনগন বিবেচনা করে। তিনি মডেল প্রেসক্লাবের সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য জামিল আকতার মডেল প্রেসক্লাব সাংবাদিকদের সাহসিকতা, সততা এবং দক্ষতা তুলে ধরে তাদের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সিংড়া থানার ওসি তদন্ত সেলিম রেজা। আরো বক্তব্য রাখেন, নাটোর ইউনাটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, নন্দ্রীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব আলম বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মাওলানা রুহল আমিন, বিলহালতি ত্রিমোহনী কলেজের উপাধ্যক্ষ গোলাম সারোয়ার, উত্তরবঙ্গ মিডিয়া হাউজের চেয়ারম্যান মুহম্মদ কামরুল ইসলাম, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী, চামারী ইউনিয়ন আওয়ামীলীগের সসভাপতি রবিউল করিম, ট্র্যাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব রোজ, দীপ মেডিকেলের পরিচালক ডা: ফারজানা সহ সূধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ জুলহাস কায়েম।