ইতালি ডেস্ক Ii মো: আল আমীন, ইতালি:
বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালির নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে ২৭ ডিসেম্বর ’২০ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। করোনায় সামাজিক দূরত্ব বিষয়টি বিবেচনা রেখে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহীন খলিল কাউসার এর সভাপতিত্বে এবং সহ: সাধারন সম্পাদক আল আমীন হোসেন এর পরিচালনায় সংগঠনের আগামী দিনগুলো নিয়ে কর্মপরিকল্পনার বিষয়ে সার্বিক আলোচনা হয়। অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে উপস্থিত সকল সদস্য তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
সংগঠনের সম্মানিত সদস্য মনিরুজ্জামান মনির এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, মোহাম্মদ আল আমীন- সিনিয়র সহ সভাপতি, শফিউল ইমাম শিপন- সহ সভাপতি, মুনতাসির চৌধুরী ঝলক- সহ সভাপতি, মোহাম্মদ মহিনউদ্দিন আহমেদ- সহ সভাপতি, কমরেড খন্দকার- সাধারন সম্পাদক , মোঃ সোহেল মিয়াজী- ১ম যুগ্ম সাধারন সম্পাদক, ইসমাঈল হোসেন স্বপন- সাংগঠনিক সম্পাদক, নাজিম উদ্দিন সিকদার- সহ সাংগঠনিক সম্পাদক, নূরুল আলম জনি- কোষাধ্যক্ষ, এমডি মাইনুল হাসান- সহ কোষাধ্যক্ষ, মোঃ ইসমাইল হোসেন – সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোস্তাফিজুর রহমান- আন্তর্জাতিক সম্পাদক, মালিক মঞ্জুর- প্রচার সম্পাদক, তানজিলুল করিম আকাশ- সহ প্রচার সম্পাদক, আল আমীন সিকদার- সাংস্কৃতিক সম্পাদক, অনুজ কুমার বড়ুয়া- সহ সাংস্কৃতিক সম্পাদক,এম কে রহমান লিটন- সম্মানিত সদস্য।