বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন সংগীত তারকা নিক জোনাসের সম্পর্ক সবার জানা। প্রিয়াঙ্কা অপরাহ্ উইনফ্রেকে দেওয়া চমৎকার এক সাক্ষাৎকারে উঠে এসেছে চমকপ্রদ কিছু রোমান্স আর ভালোবাসার কাহিনী। নিক জোনাস এর সাথে পরিচয় ২০১৭ সালে হলিউডের এক পার্টিতে।
বিনোদন ডেস্ক II আলামিন সিকদার ইরাজ:
নিক জোনাস প্রিয়াঙ্কাকে দেখার পর তাকে প্রথম বার্তা পাঠান। প্রথমে মেসেজের কোন জবাব না দিলেও পরবর্তীতে আবার মেসেজ করেন। এক পর্যায়ে প্রিয়াঙ্কা তার মেসেজের রিপ্লে করেন। তবে শুরুতে প্রিয়াঙ্কা তাকে পাত্তা দেননি।
একসময় দুজনের দেখা হয়। কথা হয় তার পরে প্রিয়াঙ্কা বুঝতে পারেন যে, তিনি যা ভেবেছেন তার পুরো বিপরীত। প্রিয়াঙ্কা বলেছেন,
‘ওর সঙ্গে মেশার পর বুঝলাম, আমি যা ভেবেছি, তা নয়। ও একেবারেই অন্য মানুষ। বয়সের তুলনায় পরিণত। আমার সফলতা নিয়ে সচেতন আর উচ্ছ্বসিত।’
প্রিয়াঙ্কা অপরাহ্ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
‘বিষয়টা আসলে মলাট দেখে বইকে বিচার করার মতো হয়ে গিয়েছিল। আমার বয়স তখন ৩৫ আর নিকের ২০–এর ঘরে (নিকের বয়স তখন ছিল ২৫ বছর)। ওকে আমার মনে হয়েছিল একটা বাচ্চা ছেলে। আর আমি দ্রুত বিয়ে করতে চাচ্ছিলাম। একাধিক সন্তানের মা হতে চাচ্ছিলাম।’