বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার একটি প্রতিনিধি দল বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রবাস II সুকান্ত দেব, বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনে বর্তমান করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ কমিউনিটির ব্যবসা-বাণিজ্যসহ কাজ-কর্মের ভীষণ সংকট তৈরি হয়েছে বিধায় মান্যবর রাষ্ট্রদূত গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাহরাইনে অবস্থানরত সকল বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানান।
বাংলাদেশিদের যে কোনো সুবিধা অসুবিধায় বাংলাদেশ দূতাবাসের সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় রাষ্ট্রদূত বাহরাইন প্রদত্ত ফ্রি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য সকলকে আহ্বান জানান।
রাষ্ট্রদুতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাহরাইন দুতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মো: তৌহিদুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দগণ
বাংলাদেশীদের কল্যাণার্থে রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার বিভিন্ন কল্যান মুলক পদক্ষেপের কথা রাষ্ট্রদূত মহোদয়কে জানালে তিনি হিন্দু মহাজোটের ভুয়সী প্রশংসা করেন।