আর্লি-স্টার ডেস্ক:
গতকাল বুধবার (১১ নভেম্বর) বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফাকে বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেয়া হয়েছে।
১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে বাহরাইনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা। তিনি যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে ৮৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার পুত্র যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফাকে এ নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, যুবরাজ দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে সরকারিভাবে সারাদেশ সপ্তাহজুড়ে শোক পালন এবং শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহ তিনদিন বন্ধ রাখা হবে বলে জানা যায়।
মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছুলে তার দাফন সম্পন্ন করা হবে। করোনাভাইরাস পরিস্থিতির জন্য নির্দিষ্ট ও কমসংখ্যক আত্মীয়-স্বজন এ সময় উপস্থিত থাকবেন।