সুকান্ত দেব: বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন প্রবাসীর মৃত্যু এবং একজন গুরুতর আহত।
প্রবাস II সুকান্ত দেব, বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন প্রবাসির মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় অপর একজন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন এর চেয়ারম্যান জনাব তাজুদ্দিন সিকান্দার জানান,ঈদের ছুটিতে এই ৩ জন প্রবাসী বাহরাইন স্থানীয় জল্লক সমুদ্র সৈকতে বেড়াতে আসেন।
বেড়ানো শেষ করে জল্লক সমুদ্র সৈকত থেকে তারা তাদের গন্তব্য রাজধানী মানামা অভিমুথে ফেরার পথে অপর একটি গাড়ির সাথে তাদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ৩ জন মারা যান।

নিহত দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন হলেন শরীয়তপুর জাজিরা উপজেলার দক্ষিন ডবলদিয়ার কাজি কান্দি গ্রামের সুজন মাতব্বর,তার পিতার নাম মুজিবর রহমান মাতব্বর।
অপর একজন ব্রাম্মনবাড়িয়া কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের কে এম রুহুল রাব্বি। তার পিতার নাম রাকিব উদ্দিন। অপর একজনের লাশের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গুরুতর আহত অবস্থায় আর একজন কে বাহরাইন BDF মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।