মোঃ ফয়জুল হোসেন,বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে সাধারণ ক্ষমার অধীনে অনিয়মিত সকল প্রবাসী কর্মীকে বৈধ হওয়ার নেয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম।
দেশটির সরকার ঘোষিত সাধারণ ক্ষমা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সুযোগ নিয়েও যারা বৈধ হতে পারবেন না তাদের প্রতি কঠোর হতে পারে দেশটি।
এক সাক্ষাৎকারে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম বলেন, ‘যাদের চাকরি নেই তাদের কাজের জন্যে বাংলাদেশ দূতাবাস দেশটির বিভিন্ন প্রতিষ্টানের সাথে আলাপ চালিয়ে যাচ্ছে এবং বেশ ভালো সাড়া পাচ্ছে।’