বয়স হলে বৃদ্ধ বলে
শুনায় কথা নানান ছলে
জানায় আমি বোঝা,
ইচ্ছে করে নীরব থাকি
মুখটি সদা বন্ধ রাখি
একটু মাথা গোঁজা।
আমি তাদের পথের কাঁটা
ঠুনকো হেতু শিলেয় পাটা
তিক্ত কথা শুনি,
মহা বিপদ ছেলের জুটে
একূল রাখে ওকূল টুটে
মরণ দিন গুনি।
জমিজিরাত দিলাম লিখে
ভাগ্য তবু হয়েছে ফিকে
কর্ম গুণে ফল,
বাবাকে যদি দিতাম সেবা
মানা করতো আজকে কেবা?
নাইবা হতো ছল।
সুখের তরে শিক্ষা বিকে
রব উঠেছে রে চারিদিকে
রাজার হালে ছেলে,
পিতা-মাতায় বৃদ্ধ হলে
বৃদ্ধাশ্রমে পাঠায় ছলে
অবহেলায় মেলে।
জেসমিন সুলতানা চৌধুরী
কবি ও ছড়াকার