গজল
বৃষ্টি নামে মিষ্টি খামে তোমার নামে প্রিয়,
তোমার নামে বৃক্ষরাজি হয় যে নমনীয়!
সুর্য ওটে শাপলা ফোটে, ফোটে হরেক ফুল,
মৌমাছিরা তোমায় জপে হয় যে মশগুল!
তুমি আল্লাহু আল্লাহু,তুমি জাল্লেজালালুহ!
তোমার নামে চঁন্দ্র তারা দিচ্ছে আলো ঢেলে,
যাচ্ছে উড়ে পাখ-পাখালী শুভ্র ডানা মেলে!
স্নিগ্ধ রাতে মিটিমিটি জোনাক পোকা জ্বলে,
এমন জ্বলার কারন হলো তোমারই নাম বলে!
তুমি আল্লাহু আল্লাহু,তুমি জাল্লেজালালুহ!
তোমার নামে ঝর্ণাধারা বইছে অবিরত,
সাগর জলে নদীগুলো মিশছে শতশত।
তোমার নামে পাহাড়গুলো ঠাই দাড়িয়ে আছে,
সকল প্রাণী তোমার নামে মরে এবং বাঁচে!
এই ভুবনের সকল প্রানী তোমারই গান গায়,
গ্রহগুলো চলছে সবই তোমার ইশারায়!
তোমার নামে অনেক শুধা হয় না তো তার তুল,
তোমারই নাম জপে আমি হই যে মশগুল!
তুমি আল্লাহু আল্লাহু,তুমি জাল্লেজালাহু
তুমি আল্লাহু আল্লাহু,তুমি জাল্লেজালাহু…!
গজলটি শুনতে ভিডিওতে ক্লিক করুন: