জুম্মন অনিক, ভেনিস প্রতিনিধি:
ইতালির ভেনিসে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচির আওতায় রাজস্ব অধিদপ্তরের নিবন্ধন এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে ভেনিসের মেস্ত্রে সেন্টারে কিশোরগঞ্জ জেলার প্রবাসীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।

১০১ সদস্যের আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সাংস্কৃতিক সম্পাদক কাজী আবদুল মান্নানকে, এছাড়াও কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামের আলী মোহাম্মদ কে আহ্বায়ক এবং ইতালির ভেনিসে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত ভৈরব পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেনকে সদস্যসচিব ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার সকলের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি সুশৃঙ্খল সাংগঠনিক ও গঠনশীল পূর্ণাঙ্গ কমিটি প্রবাসীদেরকে উপহার দিবে এই প্রত্যয় ব্যক্ত করেন ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা।
গত ১৩ ই ডিসেম্বর ইতালির ভেনিস শহরে কিশোরগঞ্জ জেলার সকল উপজেলার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।