মোঃফয়জুল হোসেন (ফয়সাল)নিজস্ব প্রতিনিধি।। কিশোরগঞ্জ জেলার , ভৈরব উপজেলায় আজ ২৯/১১/২০২০ ইং রক্তের বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ সকাল ১০ টায় ভৈরব বাজারের শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব রক্তের বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ফরহাদ হোসেন এবং কবি.নাজমুল হক। আরো উপস্থিত ছিলেন কার্যকরী সদস্যঃ আরিফুল ইসলাম, আমজাদ হোসেন, রায়হান আহমেদ,আল রাফি, জুনায়েদ ইসলাম, আলভী মিয়া, রহমত নুর, জাহিদ আলম, ঈশান মিয়া সহ আরো অনেকে।
ভৈরব রক্তের বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নাজমুল হক বলেন, রক্তদানের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সহ সচেতন মূলক বিভিন্ন কর্মসূচি করে থাকে, এবং ভৈরব সহ সারা বাংলাদেশে আমাদের স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় রক্তদান করে থাকে।