সৌদি আরব ৩১ মার্চ পর্যন্ত পূর্বঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞা ১৭ মে পর্যন্ত বাড়িয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্যপ্রাচ্য II আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
পূর্বে এই নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।
জার্মান জৈবপ্রযুক্তি সংস্থা বায়োএনটেক এবং মার্কিন ঔষধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার এর যৌথভাবে প্রস্তুত টিকা নিচ্ছে সৌদি আরব।
ফাইজার এর ঘোষণা অনুযায়ী, বিশ্বজুড়ে কভিড-১৯ এর টিকা সরবরাহে বিলম্ব হওয়ায় এবং মহামারীর দ্বিতীয় ঢেউ বিবেচনা করে এই ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩১ মার্চের পরিবর্তে আগামী ১৭ মে দেশটির স্থল, জল ও আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হবে।
করোনা ভাইরাসের নতুন রূপ স্ট্রেইন সংক্রমণের আতঙ্ক দেখা দিলে, গত বছরের শেষের দিকে পুনরায় ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব, যা বর্তমানে বহাল আছে।
উল্লেখ্য, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার এবং মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৩৬৮ জন।