ন’মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন,
নয়তো সহজ কথা।
শহীদ ভাইয়ের স্মৃতি মনে হলে,
বুকে বাজে কত শত ব্যথা।
কত হারানোর বেদনা,
লুকিয়ে আছে একাত্তরের পিছে।
স্বাধীনতা এসেছে রক্ত গঙা বেয়ে,
কথাটা নয়কো একেবারে মিছে।
পতির তরে অপেক্ষা করে,
মুছলো বধূর সিঁথির সিঁদুর।
কত বোন হারালো ইজ্জত,
আহা!কি বেদনা বিধুর।
ভিটা হারিয়ে দিন মজুরের,
আশ্রয় হলো শরণার্থী শিবিরে।
না খেয়ে ক্ষুধার জ্বালায়,
কত গিয়েছে অকালে মরে।
দেশের তরে যারা করেছে,
অকাতরে জীবন দান।
মরেও তারা অমর হয়েছে,
ভুলবো না তাদের অবদান।