আর্লি-স্টার ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন আজ সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। কয়েক মিনিট আগে তার ব্যক্তিগত ফেসবুক পেইজে তিনি এবিষয়ে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন ।
বাইডেন আমেরিকা ইন্ডিয়া সহ সারা বিশ্বের প্রত্যেক হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ পরিবার যারা দীপাবলি অনুষ্ঠান উদযাপনকারী প্রত্যেকের জন্য একটি শুভ দিপাবলী অনুষ্ঠান কামনা করেছেন।
বাইডেন বলেন, দীপাবলী আমাদেরকে প্রত্যাশা ও স্বপ্নের আলো দেখায় এবং সকল ব্যবধান গুছিয়ে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে শিখায় এটি আমাদেরকে জ্ঞান-বিজ্ঞান সত্য একতা এবং অনুদানের মাধ্যমে অন্ধকারকে দূরীভূত করার শিক্ষা দেয়।
তিনি আরো বলেন, আগামী বছর আমরা এই দীপাবলি হোয়াইট হাউসে পালন করব।
এদিকে বাইডেন এর এই শুভেচ্ছা বার্তায় অত্যন্ত আনন্দের সাথে আমেরিকায় বসবাসরত দীপাবলি উদযাপনকারী জনগণ শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক বছর পর হোয়াইট হাউসে আবারও মানবতার দ্বার উন্মোচিত হলো।