মিয়ানমার এর সামরিক বাহিনীর অভ্যুত্থানকে কেন্দ্র করে চলা বিক্ষোভে একজন নারী বিক্ষোভকারী মারা গেছেন।
এশিয়া II আলামিন সিকদার ইরাজ, বার্তা কক্ষ:
মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। এই অভ্যর্থনা কে কেন্দ্র করে মিয়ানমারের জনগণ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।
গত ৯ ফেব্রুয়ারিতে বিক্ষোভ সমাবেশকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও গুলি করে বলে জানা যায়। সেই বিক্ষোভ সমাবেশে একজন মহিলা বিক্ষোভকারী মারাত্মকভাবে আহত হন।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর চিকিৎসা চলছিল।
তখন থেকে আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন ব্যক্তিবর্গ মিয়ানমারের সামরিক বাহিনীর সমালোচনা করে আসছিলেন এবং সামরিক বাহিনীর উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে শুরু করে।
হাসপাতালে ভর্তি করার পর তার মাথায় গুরুতর আঘাত পাওয়া যায়। এক্সরে করে জানা যায়, আঘাতটি বুলেটের।
এরই মধ্যে আজ মিয়ানমারের স্থানীয় সময় সকাল ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে বিক্ষোভকারী নারীটি মারা গিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে ২০ বছর বয়সের বিক্ষোভকারী নারী মিয়া থতে থতে খাইং এর লাশ ময়না তদন্ত করা হবে। সেজন্য আজ একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।