বারণ আমায় করো না মা,
যুদ্ধে আমি যাবো।
শত্রুগুলো হঠিয়ে দিয়ে,
ঘরে ফিরে আসবো।
দুষমনেরা পায়নি ঠের,
বাঙালি কেমন শক্ত।
দেশের জন্য দিতে পারে,
বুকের তাজা রক্ত।
আমার দেশে এসে ওরা,
করবে নিষ্ঠুর অত্যাচার।
প্রতিবাদ তো করতেই হবে,
সময় নয় চুপ থাকার।
যার যা আছে তাই নিয়ে,
শত্রুর মোকাবিলা করবো।
জীবন বাজি রেখে মোরা,
দেশের জন্য লড়বো।
নয় মাস পরে যুদ্ধ শেষে,
ফিরলো খোকা ঘরে।
স্বাধীনতা আনতে পেরে,
আনন্দে মন উঠলো ভরে।