ইউনিভার্সিটি সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা শিবির এর আয়োজন করে দি নিউটিয়া ইউনিভার্সিটির মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্ররা।
এশিয়া II সিদ্ধার্থ সিংহ, কলকাতা:
মূলত ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার লক্ষ্যে তারা ছুটে যান দক্ষিণ ছব্বিশ পরগনাযর সুন্দরবনের মৌসুমী দ্বীপের বাঘডাঙ্গা অঞ্চলে। বেশ ক’জন চিকিৎসক ও পর্যাপ্ত ওষুধপত্রসহ ফ্রী মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেন তারা।
প্রায় ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস (চাল, ডাল, তেল, সুজি, সোয়াবিন, মুড়ি, মসলাপাতি, বিস্কুট, সাবান) বিতরণ করা হয়। সাথে ছিল মশারিও টর্চ এবং মেয়েদের জন্য স্যানিটারি প্যাড।
উক্ত বিশ্ববিদ্যালয়ের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র দেব জিৎ দেবনাথ, চ্চ আজাদ, রঞ্জিত সেন, রূপান্তর সেন ছিলেন এর মূল উদ্যোক্তা।
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা রূপান্তর সেন বলেন, “যতদিন না সবকিছু স্বাভাবিক হচ্ছে, ততদিন আমাদের এই কর্মযজ্ঞ চালু থাকবে।”