সাইফুদ্দিন শেখ ফাহিম, নিজস্ব প্রতিবেদক:
অপারেটিং সিস্টেম ভেদে কৌশল খানিকটা পরিবর্তন করতে হবে। এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রে টপবার ড্রাগ ডাউন করে অ্যারোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইটমোড সার্ভিসটি অ্যাকটিভেট করতে হবে। ড্রপ ডাউন মেনুতে অপশনটি যদি না থাকে তবে সেটিংস এ যেতে হবে, সেখানেই পাওয়া যাবে অপশনটি।
আইফোনের ক্ষেত্রে সেটিংসে থাকা অ্যারোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইট মোড অ্যাকটিভেট করতে হবে। ফ্লাইট মোড অ্যাকটিভেট অবস্থায় ম্যাসেঞ্জারে গিয়ে মেসেজ পড়ুন। পেরণকারী জানতেও পারবে না।
ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে গুগলের সার্চ বারে গিয়ে লিখুন আনসিন ফর ফেসবুক। ব্যাস এবার এক্সটেনশনটি ইন্সটল করে নিন। এক্সটেনশনটি ইন্সটল হয়ে গেলে উপরের সার্চ বারের ডান পাশে একটি নীল আইকন দেখা যাবে। এখনে ক্লিক করে ম্যাসেঞ্জারের সিন অপশন বন্ধ করা সহ বিভিন্ন সেটিংস পরিবর্তন করা যায়।