যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে, বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে, ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করা হয়। ৭ই মার্চ সকাল ৯ টায়,শুরুতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মধ্যপ্রাচ্য II সুকান্ত দেব, নিজস্ব প্রতিনিধি:
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ড: মোঃ নজরুল ইসলাম, দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বাংলাদেশ দূতাবাসের দুতলায় প্রধান মোঃ রবিউল ইসলাম, এবং শেখ মোঃ তৌহিদুল ইসলাম।
রাষ্ট্রদূত বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতির মুক্তিযুদ্ধেরজন্য অনুপ্রাণিত করেছেন।এই ভাষণ বাংগালি জাতির জনহ অনবদ্য এক মুক্তির কবিতা। উক্ত সভা শেষে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারবর্গের জন্য আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করেন।