উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ১৩ ফেব্রুয়ারি রবিবার লন্ডনের ‘চাইনান’ রেস্তুরায় অনুষ্ঠিত হলো পহেলা ফাল্গুন ও পিঠা উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান, রকমারী খাবার, জুয়েলারী, শাড়ি, চকলেট ও শীতবস্ত্রসহ বিভিন্ন ধরণের ষ্টল বসে রেস্তুরা প্রাঙ্গনে।
লন্ডন | শাহারা খান, বিশেষ প্রতিনিধি:
লন্ডনের দূর দূরান্ত থেকে অগণিত বাঙালি স্বপরিবারে বসন্তবরণ ও কেনাকাটা করতে আসেন এই মেলায়। মনে হয়েছিল যেন লন্ডনের মাটিতে একখন্ড বাংলাদেশ। যদিও বাহিরে ফোটাফোটা বৃষ্টি হচ্ছিল, তারপরেও দর্শকদের উপস্হিতি কম ছিলো না।
সারাদিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফাতেমা তাহিরা জিনিয়া এবং মাহমুদা শিরিন নিনি।

করোনাকালীন পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বসন্তবরণের এই পরিবেশ বাঙালি পরিবারগুলোর মাঝে নতুন আনন্দ সঞ্চার করেছে। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।