যাকে ভেবেছিলাম ১ নম্বর
কাছে যাওয়ার পর দেখলাম
এক নয়,
সে আসলে দুই, তিন, চার, পাঁচ…
কত নম্বরে গিয়ে যে থামবে কে জানে!
যাকে ভেবেছিলাম ছ’টা শূন্যের আগে
শুধুমাত্র একটা ৯
কাছে যেতেই দেখি
নয় কোথায়!
শুধু শূন্য, শূন্য আর শূন্য…
জানালা খুললে
তেরচা রোদ আর আসে না ঘরের মেঝেয়
চোরাগোপ্তা পথ দিয়ে
এঁকেবেঁকে কেবলই আসে অন্ধকার
অন্ধকার আর ঘুটঘুটে অন্ধকার…
সিদ্ধার্থ সিংহ
অলিপুর রোড, কলকাতা।