মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক-
গাজীপুরের শ্রীপুরে গণধর্ষন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত দশটার দিকে শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি নাজমুল হাসান(৩০) উপজেলার ইন্দ্রপুর এলাকার আব্দুল করিমের ছেলে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানাধীন ইন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার আসামী নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীকে শ্রীপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।