মোহাম্মদ আদনান মামুন, বার্তা কক্ষ-
গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবির (১৭) নামের এক গার্মেন্টসকর্মী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৭ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলার পৌর ২নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার জনৈক হাবিবুর রহমান (হবি খলিফা)’র বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হুমায়ুন কবির ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দনিয়াকান্দি গ্রামের আজিজুল হকের পুত্র। সে তার পরিবারের লোকজন নিয়ে সবুজবাগ গ্রামে হাবিবুর রহমান (হবি খলিফা)’র বাড়িতে রায়েত থাকত এবং স্থানীয় ভাংনাহাটি সিআরজি টেক্সটাইল মিলে চাকুরী করত। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
নিহতের মা জানান, সকালে তার ছেলেকে কারখানায় যাওয়ার জন্য ডাকাডাকি করার সময় ঘরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়।
শ্রীপুর থানার এস.আই সাদেকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।