টানা চারদিন ঢাকা বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে মোঃ আরিফ হোসেন (৩০) নামে দগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।
অপরাধ || মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক:
নিহত আরিফ উপজেলার তেলীহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের জজ মিয়ার ছেলে।তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই তোফাজ্জল হোসেন।তিনি জানান, দুর্বৃত্তদের ছুড়ে মারা পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার ছোট ভাই আরিফ মৃত্যুবরণ করেন।
গত বৃহস্পতিবার(২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি মোড়ে এক মুদি দোকানে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে তর্ক করে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছে তারমধ্য আরিফ,সজিব ও রুবেল নামের তিনজনের শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ তোফাজ্জল হোসেন শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন উপজেলার গোদারচালা গ্রামের ফালু সরকারের ছেলে তোফাজ্জল সরকার(৪৬),মোফাজ্জল সরকার (৪৪) তাইজু সরকার(৫০)।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।