মোহাম্মদ আদনান মামুন, বার্তা সম্পাদক-
শ্রীপুর উপজেলার জাপা’র আহ্বায়ক আলহাজ্ব মো: কামরুজ্জামান মন্ডল পৌর নির্বাচনে তৃতীয়বারের মত বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তিনি গত ২০০২ সনে শ্রীপুর পৌরসভার ১ম নির্বাচনে এবং ২০০৬ সনে দ্বিতীয় নির্বাচনে কমিশনার নির্বাচিত হন।
এবারও গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত শ্রীপুর পৌরসভা নির্বাচনে তিনি ৯টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয়বারের মত ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ শ্রীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচিত হয়ে এই প্রতিবেদকে জানার, পৌর এলাকার ৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস মুক্ত করে বেকারদের কর্মসংস্থান করবেন এবং দারিদ্রমুক্ত সমাজ গঠনে নিজেকে আত্মনিয়োগ করবেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, পুল, কালভার্ট, পয়ঃ নিস্কাশন ও আধুনিকায়নে সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিবেন।