জীবন হচ্ছে অজানা পথে গন্তব্যহীন এক দৌঁড়। আমরা প্রতিনিয়ত দৌঁড়াচ্ছি, দৌঁড়াতে হচ্ছে- প্রয়োজনের তাগিদে কিংবা স্বপ্ন পূরণের আশায়। দৌঁড়াতে দৌঁড়াতে আবেগ অনুভূতিগুলোকে শুকিয়ে নিয়ে নিজেকে যন্ত্রে পরিণত করছি। ফলে এক সময় জীবন এর সঠিক উপলব্ধিগুলো করতে ব্যর্থ হচ্ছি। তাই নারী কিংবা পুরুষ প্রত্যেককেই মাঝে মাঝে অন্তত একটা দিনের জন্য সবকিছুকে ছেড়েছুঁড়ে বেপরোয়া হওয়া, নিজের মধ্যে ডুব দেওয়া, নিজের জন্য বাঁচা এবং কিছুটা সময়ের জন্য ফেলে আসা পুরনো স্মৃতিগুলোতে সাঁতরে আসা খুব বেশি প্রয়োজন কারণ এটা মস্তিষ্কের প্রসার ঘটিয়ে, শরীর এবং মনে যোগাসনের মত কাজ করে স্থিরতা আনে।
-সৈয়দা ইয়াসমীন