করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবারে করোনাভাইরাস টেস্ট করালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সে খবর নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি।
বিনোদন ডেস্ক II আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
শুক্রবারে হিমাচলে নিজের বাড়িতে যাওয়ার পূর্বে করোনা টেস্ট করিয়েছিলেন তিনি। পরের দিন অর্থাৎ শনিবার সকালে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানতে পারেন।
শনিবার সকালে তাঁর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছু না। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে, যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’।
প্রচণ্ড মনোবলের সাথে অভিনেত্রী কঙ্গনা জানিয়ে দিয়েছেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি।
সবাইকে লক্ষ্য করে কঙ্গনা বলেন, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের’।