সেন্ট্রাল ব্যাঙ্ক অফ নাইজেরিয়া (সিবিএন) চালু করতে যাচ্ছে তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি।
আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ নাইজেরিয়ার (সিবিএন)গভর্নর গডউইন অ্যামেফিয়েলে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এবিষয়ে তিনি বলেন, সিবিএন (CBN) কয়েক দিনের মধ্যে ডিজিটাল মুদ্রা (eNaira) চালু করবে।
নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করার প্রস্তুতি নিতে নাইজেরিয়া কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের ফেব্রুয়ারীতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ক্রিপ্টোর্করেন্সিতে লেনদেন করা বা লেনদেনের সুবিধা দেওয়া বন্ধ করে দেয়।
রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, অ্যামেফিয়েলে পূর্বে বলেছিলেন, ডিজিটাল কারেন্সি (eNaira) একটি মানিব্যাগ হিসাবে কাজ করবে; যার ফলে গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিদ্যমান তহবিল রাখতে পারবেন এবং এই ব্যবস্থা দ্রুত রেমিট্যান্স প্রবাহকে সক্রিয় করবে।