নিতান্তই একটা সীমারেখা মাত্র —
একটা ‘কাঁটাতারের বেড়া’ -ও বলা যায়।
ওপারে কী আছে !
এপারের কেউ তা জানে না।
কাল্পনিক জগৎ তৈরি করে মাত্র
কিন্তু এটুকু জানে
ওপারে একবার চলে গেলে
আর সশরীরে এপারে ফেরা যায় না।
তাই এপারেই বসে চলে হিসেবনিকেশ —
কেউ ভোরে স্নান সেরে সূর্যপ্রণাম করে
কিংবা শুকতারার কাছে দীর্ঘজীবন কামনা করে
আবার কেউ বুড়ো আঙুল দেখিয়ে
শপিং মল – টাকেই কিনে নিতে চায়
যেন যক্ষদের হাতে —
ধন-সম্পদ গচ্ছিত রেখে যেতে না-পারলে
সীমারেখার ওপারে মাথায় পড়বে বাজ !
পীযূষ কান্তি সরকার
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।