সৌদি আরবের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মধ্যপ্রাচ্য II আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরবের মদিনায় আল খলিল এলাকার একটি সোফা কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো.মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে সোফা কারখানায় আগুন লেগে যায়, কিন্তু কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে নিহত ছয়জনের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের দেশের বাড়ি চট্টগ্রামে।