প্রিয় পাঠক,
ইতালি থেকে প্রকাশিত আন্তর্জাতিক বাংলা সংবাদপত্র Early-star.com এর স্বাস্থ্য বিভাগ আয়োজন করতে যাচ্ছে, লাইভ অনুষ্ঠান “স্বাস্থ্য কথা”র। এবারের আলোচ্য বিষয় হচ্ছে, সমসাময়িক করোনাভাইরাস ও ভ্যাকসিন!
লাইভে আসছেন আমেরিকার মিশিগান থেকে:
ডাক্তার মোহাম্মদ এম হোসেন
(Pediatrician MD FAAP USA
Clinical professor
Wayne State University in Michigan, USA)
অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন:
মোস্তাফিজুর রহমান
কম্যিউনিটি প্রোগ্রামার, আর্লি-স্টার ডট কম।
অনুষ্ঠানটি দেখতে পাবেন আগামী শুক্রবার ইতালীয় সময় বিকাল ৩টা, বাংলাদেশ সময় রাত ৮ টা এবং আমেরিকা সময় সকাল ৯ টায় Early-Star.com এর ফেসবুক পেইজ Early Star News এ। সবার আমন্ত্রণ রইলো।