নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ পৌরসভার ০৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাফি মিয়া তালুকদার এর সমর্থনে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে নয়টায় নিজ বাড়িতে গণসংযোগ, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রজব আলীর সভাপতিত্বে উল্লেখিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিরোজ মিয়া,লিটন তালুকদার, গৌতম পুরুকায়স্ত, আব্দুল মালিক, কনর মিয়া, সামাদ মিয়া, সামছু তালুকদার, ফজল মিয়া, বাচ্চু মিয়া,ওয়াহিদ মিয়া তালুকদার, সাবাজ তালুকদার, ইছাক মিয়া, কালাম মিয়া, মজিদ মিয়া, সারাজ তালুকদার, বিপুল দাশ, কালা দাশ, বাবুল মিয়া, নাইড় মিয়া, বেলাল তালুকদার, অলক আচায্য, আজাদ মিয়া, আশিক তালুকদার, রাজন মিয়া, জাকির মিয়া, হারুন মিয়া, জামাল মিয়া, জীবন তালুকদার প্রমূখ। এছাড়াও সভায় এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে কাউন্সিলর প্রার্থী শাফি মিয়া তালুকদার সবার উদ্দেশ্যে বলেন, নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, জনসেবা হচ্ছে আমার মূল উদ্দেশ্য।