হবিগঞ্জ প্রতিনিধি : ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযোদ্ধাদের হয়রানীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে বিভিন্ন অভিযোগ করেন আজমিরীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার আব্দুর রহিম জুয়েল, আজিমরীগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার তৈয়বুর রহমান খান, দাশ পার্টির সেকেন্ড ইন কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আশ্রাফ উদ্দিন প্রমূখ। এছাড়া সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নইম উল্লা, সুুনীল চন্দ্র দাশ, অনিল চন্দ্র দাশ, রমজান মিয়া, মর্তুজ আলীসহ আজমিরীগঞ্জ উপজেলার ১৮ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, আজমিরীগঞ্জ উপজেলার প্রভাবশালী ধনকুবের মিজবাহ উদ্দিন ভুইয়া ও তার ভাই নুরুল হক ভুইয়া স্বাধীনতা যুদ্ধে সরাসরি পাকিস্থানীদের পক্ষে কাজ করেছেন। তারা হত্যা, লুটপাটসহ সকল যুদ্ধাপরাধে যুক্ত ছিল। কিন্তু দেশ স্বাধীনের পরও দৌর্দন্ড প্রতাপের কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি। তারা স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পরিকল্পিত মামলায় ফাঁসিয়ে এলাকাছাড়া করেছে। সম্প্রতি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। কিন্তু এখনও তারা বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। মুক্তিযোদ্ধারা দ্রুত তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
২০২০-০৯-১৪