হবিগঞ্জ প্রতিনিধি।। বাংলাদেশের হবিগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বিএসটিআই’র ইন্সপেক্টর মাসুদুর রহমানসহ সদর থানা পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোঃ রেজা জানান, শহরের হাসপাতাল এলাকার লাইফ হাসপাতালটি দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন ব্যবসা প্ররিচালনা করে আসছে। এছাড়াও দক্ষ টেকনিশিয়ান, ব্লাড টেস্টে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের চিত্র ধরা পড়ে ভ্রাম্যমান আদালতের কাছে। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, শহরের ঘাটিয়া বাজার এলাকায় বাধন ছিট ঘর ও প্রিয় ছিট ঘর নামে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে গজ মিটার স্কেলের কারসাজি করে কাপড়ে ভোক্তাদের কম দেয়ার অভিযোগে বাধন ছিটঘরকে ৩০ হাজার টাকা ও প্রিয় ছিটঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ, হবিগঞ্জ। বা.স-৭ঃ২৫-পি.কে.সি
তাং- ২৪/১১/২০২০