ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে শাড়ীতে আগুন লেগে রিতা রানী দেব (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিতা দেব উপজেলার কামারগাঁও গ্রামের রঙ্গেশ দেবের স্ত্রী। গতকাল শুক্রবার রাত ৪টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, রিতা রাণী শারিরিক প্রতিবন্ধী ছিলেন। বাড়ীতে কোন লোকজন না থাকায় রাত ৪টার দিকে তিনি রান্না করতে যান। এ সময় অসাবধানতাবশত লেম্পের আগুন তার শাড়ীতে লেগে গেলে তৎক্ষণাৎ মৃত্যু হয়।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।