আমি দেখি সেই হাতের কারুকাজ
যেই হাতে রান্না হলে সুঘ্রাণ
ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তর
যে-ই হাতে ঝিলিক মারে
পৃথিবীর যাবতীয় ঐশ্বর্য
ভ্রমণচারী যেই হাতে জ্বলে
জ্বালায় জ্ঞানের দীপ
যেই হাত কোমল মোহিনী
পরশে তড়িৎ যাদুর কাঠি
যেই হাতে গিটার বাজালে
আঙুলের কারসাজিতে মাতাল
বসুন্ধরার সব সুরের রাজা
আমি বিষ্ময়ে হতবাক হয়ে দেখি
তোমার সে-ই হাতের কারুকাজ।
হাতের কারসাজিতে আছে স্ফুলিঙ্গ
আছে শক, জাগে প্রাণের উৎস
শামুকের মতো নরম, বরফের মতো ঠাণ্ডা!