চারটি ম্যাচের পর জয় পেল আর্সেনাল। পেরি এমরিক আবুমেয়াংয়ের হ্যাটট্রিকের ফলে লিডস ইউনাইটেডকে প্রিমিয়ার লীগে ৪-২ গোলে হারিয়েছে তারা।
প্রায় একমাস পর প্রথম দলে সুযোগ পেয়েই নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন আবুমেয়াং। তার বদৌলতে ১৩ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল।
আর্লি-স্টার স্পোর্টস ডেস্ক:
তিনি ডান পায়ে গড়ান শটে গোল করেন। রেফারি আর্সেনালের পক্ষে পেনাল্টি দেন ৩৪ মিনিটে। ৪১ মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল, সেখান থেকে ব্যবধান বাড়ান আবুমেয়াং। ডান পায়ের গোল করেন তিনি।
আর্সেনাল প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে পড়ে। ৪৫ মিনিটে তৃতীয় গোল করেন হেক্টর এবং ৪৭ মিনিটে হ্যাটট্রিক করেন আবুমেয়াং।
তিনি এল স্মিথের ক্রস থেকে মাথা স্পর্শ করে গোল করেন। এরপর ৫৮ মিনিটে পাসকাল ও ৬৯ মিনিটে কোস্টা গোল করে ব্যবধান কমালেও অবশেষে জয় হয় আর্সেনালেরই।
এর ফলে ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে স্থান পেলো আর্সেনাল। আর ২৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১১ নম্বর স্থানে আছে লিডস ইউনাইটেড।