আগামী ৭ মার্চ থেকে চালু হচ্ছে কুয়েত বিমানবন্দর, শুরু হচ্ছে সব ধরণের বাণিজ্যিক ফ্লাইট। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুয়েতের মিডিয়ায় লীড নিউজ হিসেবে বিষয়টি প্রচার করা হয়েছে।
মধ্যপ্রাচ্য II আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে কুয়েত বিমানবন্দর বন্ধ করা হয়। গত ২১ ফেব্রুয়ারী থেকে চালু করার কথা থাকলেও, আগেরদিন রাতে পুনরায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।
এতে শারজাহ, দুবাই, তুরস্কে আটকা পড়েন বাংলাদেশীসহ অনেক প্রবাসী।
এ বিষয়ে কুয়েত সিভিল এভিয়েশনের বিমান পরিবহনের পরিচালক আব্দুল্লাহ আল রাজিহি স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে, আগামী ৭ মার্চ থেকে ২৪ ঘণ্টা বিমান পরিচালনা অব্যাহত থাকবে।
আজ বুধবার সকালে সুপ্রীম কমিটি বিভিন্ন হোটেল পরিদর্শনসহ স্বাস্থ্য বিধি পরিদর্শন করেন।
এদিকে কুয়েতের স্থল ও সমুদ্র বন্দরগুলো ২৪ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত বন্ধ থাকার কথা রয়েছে।
তবে কুয়েতি নাগরিক ও তাদের আত্মীয়স্বজনসহ গৃহকর্মীরা প্রবেশের সুযোগ পাবেন।